শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
26 C
Dhaka
Homeবিশ্বথাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা হলেন প্রধানমন্ত্রী প্রার্থী

থাকসিনের মেয়ে পেতংতার্ন সিনাওয়াত্রা হলেন প্রধানমন্ত্রী প্রার্থী

প্রকাশ: আগস্ট ১৬, ২০২৪ ২:২৩

থাইল্যান্ডের চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে পেতংতার্ন সিনাওয়াত্রার নাম ঘোষণা করা হয়েছে। পেতংতার্ন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার কন্যা। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার ( ১৫ আগস্ট) পপুলিস্ট ফেউ থাই পার্টি থাকসিনের কন্যা পেতোংতার্নকে থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করে। শুক্রবার দেশটির পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হবে।

রাজনীতিতে নতুন মুখ ৩৭ বছরের পেতোংতার্ন ভোটাভুটিতে জয় পেলে তিনি হবেন থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

এর আগে এক সংবাদ সম্মেলনে পেতংতার্ন বলেন, ‘ফিউ থাইয়ের ওপর আমার আস্থা আছে। আমাদের দেশকে অর্থনৈতিক সঙ্কট থেকে বের করে আনতে সব সরকারি জোটের দলের প্রতি আমার আস্থা আছে।’

ফেউ থাই পার্টি আগে তাদের প্রচারণার সময় থাইল্যান্ডের অর্থনীতির উন্নয়নে জোর দিয়েছিল।

বুধবার ( ১৪ আগস্ট) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে ক্ষমতা থেকে অপসারণ করেন দেশটির সাংবিধানিক আদালত। তার বিরুদ্ধে নৈতিকতা লংঘনের অভিযোগ আনা হয়। দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী নিয়োগ দিয়েছিলেন স্রেথা। এর মধ্য দিয়ে তিনি নৈতিকতা লংঘন করেছেন বলে অভিযোগ ওঠে।

এর পরদিনই ফেউ থাই পার্টি প্রধানমন্ত্রী পদে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করল। থাইল্যান্ডের বর্তমান সরকার ১১ দলের জোটের সমন্বয়ে গঠিত। জোটটির সবচেয়ে বড় দল ফেউ থাই পার্টি।

থাইল্যান্ডে গণতন্ত্রের ঘন ঘন উত্থান-পতন ঘটেছে। সেখানে ২০২৩ সাল পর্যন্ত একজন জেনারেল শাসন করেছেন। তিনি ২০১৪ সালে একটি অভ্যত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন।

২০২৩ সালের থাই নির্বাচনের পর গত বছরের আগস্টে স্রেথার মেয়াদ শুরু হয়।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর