ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তরের সভাপতি শওকত আলির সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডঃ মমতাজ উদ্দিন কাদেরী।
বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, হাটহাজারী উপজেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, ফরহাদাবাদ ইউনিয়ন জামায়াত আমীর অধ্যক্ষ খোরশেদুল আলম এনাম, সাবেক ছাত্রনেতা ও ব্যাংকার মোঃ আবদুল আজিজ, সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম,
এডভোকেট আলমগীর মোঃ ইউনুস, ফরহাদাবাদ ইউপি সদস্য নেজাম মোরশেদ চৌধুরী বাবুল, শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা সেক্রেটারি আবু তাহের, যুবনেতা সাজ্জাদুল আরমান রবিন।
জেলা উত্তরের সেক্রেটারি মাইন উদ্দিন রায়হানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী উত্তর থানা ছাত্রশিবিরের সভাপতি ইমতিয়াজ উদ্দীন ও ফটিকছড়ি দক্ষিণ থানার সভাপতি
ওয়াহিদুল আলম আলভী প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুই শতাধিক কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা।
দু’শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো ইসলামী ছাত্রশিবির
প্রতিবেদক :কামাল উদ্দীন চৌধুরী, ফটিকছড়িঃজনতা মেইল।
এসএসসি, দাখিল ও সমমনা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম জেলা উত্তর শাখা। ৩০ আগষ্ট শনিবার সকালে নাজিরহাটের একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করে ছাত্রশিবির। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও চট্টগ্রাম-৫ হাটহাজারী আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।