মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
24 C
Dhaka
Homeখেলাআফগানিস্তান - বাংলাদেশ সিরিজের সূচিতে পরিবর্তন

আফগানিস্তান – বাংলাদেশ সিরিজের সূচিতে পরিবর্তন

প্রকাশ: নভেম্বর ৩, ২০২৫ ১২:৪৯

আসন্ন অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ যুব দল। তবে চলমান সিরিজের মাঝপথেই বদলে গেছে সূচি।

বগুড়ায় অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচ শেষে ১–০ ব্যবধানে এগিয়ে আছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। শহীদ চান্দু স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচটি আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়।যেখানে ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পায় স্বাগতিকরা। তবে ঘন কুয়াশা ও ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।

আগের সূচি অনুযায়ী, শেষ তিন ওয়ানডে হওয়ার কথা ছিল ৩, ৬ ও ৯ নভেম্বর। তবে আবহাওয়ার কারণে সূচিতে পরিবর্তন এনে বিসিবি জানিয়েছে রাজশাহীতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম ওয়ানডে এখন হবে যথাক্রমে ৫, ৭ ও ৯ নভেম্বর।

গত শুক্রবার দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ঘন কুয়াশার কারণে টসই সম্ভব হয়নি। দীর্ঘ চার ঘণ্টা অপেক্ষার পর দুপুরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এর আগে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করে আফগানিস্তান ৯ উইকেটে ২৬৫ রান করে। জবাবে বাংলাদেশ ৪৬ ওভারে ৪ উইকেটে ২৩১ রান করার পর আলোকস্বল্পতায় খেলা থেমে যায়। ডিএলএস মেথডে ৫ রানে জয় পায় বাংলাদেশ।

সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচসেরার পুরস্কার জেতেন ইকবাল হোসেন ইমন। ১০ ওভারে ৫৭ রানে নিয়েছেন ৫ উইকেট। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন কালাম সিদ্দিকি, যিনি ১১৯ বলে ১১ চারে ১০১ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর