মঙ্গলবার (২ জুলাই) জাতীয় সংসদে চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
এ সময় গত মে মাস পর্যন্ত ৩০ হাজার ১৬২ একর উদ্ধার করা হয়েছে বলেও জানান সাবের হোসেন চৌধুরী।১০০ কর্মদিবস অগ্রাধিকার কর্মপরিকল্পনার মাধ্যমে পাঁচ হাজার একর জবরদখল করা বনভূমি পুনরুদ্ধারের জন্য উচ্ছেদ প্রস্তাব প্রেরণ করা হচ্ছে জানিয়ে সাবের হোসেন চৌধুরী বলেন, বনভূমি অবৈধ দখলদারের কাছ থেকে উদ্ধার করে বন বিভাগের আওতায় আনয়নপূর্বক বনায়ন করা হচ্ছে। তাছাড়া অবশিষ্ট জবরদখল করা বনভূমি উদ্ধারের লক্ষ্যে কার্যক্রম জোরদার করা হয়েছে