মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫
29 C
Dhaka
Homeখেলাকলম্বিয়ার বিপক্ষে মেসির পারফরম্যান্স কেমন?

কলম্বিয়ার বিপক্ষে মেসির পারফরম্যান্স কেমন?

আপডেট: জুলাই ১২, ২০২৪ ১০:৫৮
প্রকাশ: জুলাই ১২, ২০২৪ ৯:২৭

শিরোপা ধরে রাখার মিশনে এক জয় দূরে আর্জেন্টিনা।

সোমবার কলম্বিয়ার বিপক্ষে জয় পেলে টানা দ্বিতীয় এবং ইতিহাসের সর্বোচ্চ ১৬তম শিরোপা ঘরে তুলবে আলবিসেলেস্তারা।তবে ফাইনাল যে সহজ হবে না তা জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে শিরোপা জয়ের মঞ্চে এসেছে কলম্বিয়া।তাদের হারাতে হলে জ্বলে উঠতে হবে মেসিই। দলটির বিপক্ষে আর্জেন্টাইন কিংবদন্তির পরিসংখ্যান,পাঠকদের জন্য তুলে ধারা হলোঃ

কলম্বিয়ার বিপক্ষে এ পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছেন মেসি। এর মধ্যে ৬ জয়, ৩ ড্র এবং ২টিতে হার আর্জেন্টিনার। কলম্বিয়ার জালে ৩ গোল করার পাশাপাশি ৩টি অ্যাসিস্ট রয়েছে আর্জেন্টাইন কিংবদন্তির।

মেসি বনাম কলম্বিয়া

২০০৭ কোপা আমেরিকা: ২০ বছর বয়সে জুয়ান রোমান রিকেলমের নেতৃত্বে কলম্বিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন মেসি। গ্রুপ পর্বের সেই ম্যাচে ৪-২ গোলে জিতেছিল আর্জেন্টিনা। কলম্বিয়া গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও ফাইনালে খেলে মেসিরা। যদিও ফাইনালে ব্রাজিলের কাছে হেরেছে আর্জেন্টিনা।

২০০৭ বিশ্বকাপ বাছাই: ২০১০ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। রিকুয়েলমের ফি কিক থেকে সে ম্যাচের আলবিসেলেস্তাদের একমাত্র গোলটি করেন মেসি। আর লাল কার্ড দেখেছিলেন কার্লোস তেভেজ।

২০০৯ বিশ্বকাপ বাছাই: ২০১০ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা কোচের দায়িত্ব পান ডিয়েগো ম্যারাডোনা। ড্যানিয়েল দিয়াজের গোলে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট পায় আর্জেন্টিনা।

২০১১ কোপা আমেরিকা: গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হয় দুদল। সার্জিও বাতিস্তার অধীনে সেবার কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে আর্জেন্টিনা।

২০১১ বিশ্বকাপ বাছাই: ২০১৪ বিশ্বকাপের জন্য আর্জেন্টিনার নতুন কোচ হিসেবে দায়িত্ব পান আলেজান্দ্রো সাবেলা। ২-১ গোলে জয় পায় আর্জেন্টিনা। সে ম্যাচে আলবিসেলেস্তাদের ২ গোলের একটি মেসি ও অন্যটি সার্জিও আগুয়েরোর।

২০১৩ বিশ্বকাপ বাছাই: আর্জেন্টিনার ইতিহাসের একমাত্র ম্যাচ যেখানে তাকে ম্যাচের মাঝখান থেকে তুলে নেওয়া হয়। এতে অনেকটা রেগে গিয়ে বেঞ্চে লাথি মেরেছিলেন তিনি।

২০১৫ কোপা আমেরিকা: ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হারের পর কোচের দায়িত্ব ছেড়ে দেন আলেজান্দ্রো সাবেলা। দায়িত্ব পান জেরার্ডো মার্টিনো। কোপা আমেরিকায় রানার্স আপ হয় আর্জেন্টিনা। এর আগে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর পেনাল্টি শুট আউটে ৫-৪ গোলে জয় পায় মেসিরা।

২০১৬ বিশ্বকাপ বাছাই: ৩-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। সে ম্যাচে মেসি এক গোল করার পাশাপাশি লুকাস প্রাটোর দ্বিতীয় এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার তৃতীয় গোলের অ্যাসিস্ট করেছিলেন তিনি।

২০১৯ কোপা আমেরিকা: লিওনেল স্কালোনির প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। গ্রপ পর্বের ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। সেমিফাইনালে ব্রাজিল কাছে হারার পর চিলিকে হারিয়ে আসরের তৃতীয় হয় মেসি।

২০২১ বিশ্বকাপ বাছাই: অ্যাওয়ে ম্যাচে ২-২ গোলে ড্র করার পর, হোম ম্যাচে লাউতারো মার্তিনেজের দেওয়া একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে স্কালোনির এটি প্রথম জয়।

২০২১ কোপা আমেরিকা: সেমিফাইনালে মেসির অ্যাসিস্টে লাউতারো মার্তিনেজের গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর লুইজ ডিয়াজের গোলে সমতায় ফেরে কলম্বিয়া। পেনাল্টি শুট আউটে এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে ফাইনালে উঠে আলবেসেলেস্তারা। পরে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর আন্তর্জাতিক শিরোপা জেতে আর্জেন্টিনা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর