শুক্রবার, জুলাই ৪, ২০২৫
শুক্রবার, জুলাই ৪, ২০২৫
26.5 C
Dhaka
Homeবাংলাদেশবর্ণিল আয়োজনে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণিল আয়োজনে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট: জুলাই ৩, ২০২৫ ৯:০১
প্রকাশ: জুলাই ৩, ২০২৫ ৮:৫২

সাফল্যের ২৩ বছরে পদার্পণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে প্রধান কার্যালয়ে বর্ণিল আয়োজনে কেক কেটে জন্মদিনের শুভক্ষণ উদযাপন করেছে এনটিভি পরিবার। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ এনটিভি পরিবারের সদস্যরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর কারওয়ানবাজারে এনটিভির প্রধান কার্যালয় সেজেছে বর্ণিল রূপে। আয়োজনের শুরুতেই দীর্ঘ পথচলায় সহযোগিতা অব্যাহত রাখায় সরকার, বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, শিল্পী-কলাকুশলী সবাইকে ধন্যবাদ জানানো হয়।

অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আল্লাহর অশেষ রহমতে নয় বছর পরে এনটিভি অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সুযোগ হয়েছে। সরকারের উপদেষ্টাবৃন্দসহ যারা উপস্থিত হয়ে আমাদের সম্মানিত করেছেন তাদের সকলের প্রতি ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা। আপনাদের উপস্থিতি আমাদের সাহস যোগাবে। আমাদের প্রতি বিগত সময়ে যে পরিমাণ নির্যাতন করা হয়েছে তা আপনারা জেনেছেন। আজ টকশোতে ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেবের মুখ থেকে সে কথা শুনেছেন। আমি মনে করি, আমরা যদি সবাই দেশের উন্নয়নে একত্রে কাজ করতে পারি, তবেই ঐক্য ধরে রাখতে পারব।

এনটিভির চেয়ারম্যান বলেন, আজ এনটিভির জন্য একটি সুন্দর দিন। কেননা এনটিভির জন্ম জুলাই মাসে। আর জুলাই মাস হলো বিপ্লবের মাস। এ জন্যজ আমরা গর্ববোধ করি। তাই সবাই নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের জন্য কাজ করলে এই বিপ্লব সফল হবে।]

অনুষ্ঠান শুরুতে এনটিভির পরিচালক মাহবুবা সুলতানা বলেন, এনটিভির জন্মদিনে দেশ-বিদেশের সবাইকে সালাম ও শুভেচ্ছা। এনটিভির সূচনালগ্ন থেকে যারা রয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। বিশেষত এনটিভির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিন আহমেদকে ধন্যবাদ। কেননা বিগত ১০টা বছর সে আস্থার সাথে প্রতিষ্ঠানকে আগলে রেখেছে। সে আমাদের চেয়ারম্যানের যোগ্য উত্তরসূরি। এ সময় তিনি উপস্থিত অতিথি, এনটিভির দর্শক ও শুভানুধ্যাকয়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এনটিভির ব্যবস্থাপনার পরিচালক আশফাক উদ্দিন আহমেদ বলেন, আজ সবাইকে শুভেচ্ছা জানাই। কেননা বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার যেভাবে গণমাধ্যমের কণ্ঠরোধ করেছিল, সেই সময়ে টিকে থাকাই ছিল অনেক কঠিন। জুলাই বিপ্লবে নিহত ও আহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। কেননা তাদের অবদানের কারণে আজকে মনভরে কথা বলতে পারছি। জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদকে হত্যার লাইভ কভার এনটিভি করতে পেরেছিল। এই ঘটনাই সারাদেশে ফ্যা সিস্টবিরোধী আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। এনটিভির পাশে থাকার জন্য‍ সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা।

‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, আজ এই ভবনে আমি ১২ বছর পর এলাম। এখান থেকেই হাসিনার পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ২০১৩ সালের ১১ এপ্রিল। আজ ২০২৫ সালের ৩ জুলাই। ঠিক ১২ বছর পর এই বিল্ডিংয়ে এলাম। এসেছি মোসাদ্দেক আলী ভাইয়ের আমন্ত্রণে। কারণ আমি মনে করি এনটিভি এবং আমার দেশ একই পরিবারের দুইটি বৃন্ত। এই পারিবারিক বন্ধন আমাদের অটুট আছে। এই জন্যই আমি মনে করছি আজকের দিনটি শুধু এনটিভির জন্য নয়, আমার দেশ পরিবারের জন্যও গুরুত্বপূর্ণ। আপনাদেরকে ‘আমার দেশ’ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আমি প্রথমে সবাইকে শুভ জন্মদিন জানাই। এনটিভির যত কর্মী রয়েছেন, সাংবাদিক রয়েছেন, যারা ক্যামেরার সামনে ও পেছনে রয়েছেন, খুব কঠিন সময়ে আপনারা কাজ করেছেন— এটা আমরা অবহিত আছি। ২৩ বছরে আপনারা অনেক কিছু দেখেছেন। আপনারা বলেছেন, সময়ের সাথে আগামীর পথে, আপনারা সময়ের সাথে সাথে কী করেছেন আমরা দেখেছি। এমন দিন গেছে যখন টেলিভিশন খুলতে ইচ্ছা করতো না, তখন যদিও দুই-একটি চ্যানেল খুলি তার মধ্যে ছিল এনটিভি। সেটা ভরসার জায়গা ছিল। এখন জুলাই মাস, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা গণঅভ্যুথানের মধ্য দিয়ে। এর মধ্যে যারা শহীদ হয়েছেন, যারা এখনও আহত হয়ে হাসপাতালে কিংবা ঘরে খুব কষ্ট পাচ্ছেন, তাদের আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সরকারের পক্ষ থেকে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তার মধ্যে এনটিভির জন্মদিনে অংশগ্রহণ যে করতে পারলাম সেটাকে আমি মনে করি এটা জুলাইয়ের একটা অংশ। সেটাও আমাদের মনে রাখতে হবে। সামনে আরও যে সময় আসছে, হয়তো আরও কঠিন হতে পারে, সেখানেও আপনারা দেশের মানুষের জন্য ভূমিকা রাখবেন।

নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ধন্যবাদ আপনাদেরকে এবং মোবারকবাদ ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। ২২ বছরের মধ্যে আমি ২০ বছর ছিলাম এনটিভির সাথে। গত ১৫ বছর একটু ক্রিটিক্যাল ছিল। সে সময় জহির যখনই আমাতে ডাকতো আমি বলতাম, আমি কোন লিস্টে আছি? ব্ল্যাকে না হোয়াইটে, না গ্রেতে ? তখন আমাকে বলতো, আমি গ্রেতে আছি, অসুবিধা নাই। তখন আসার পরে বলতো, রয়ে সয়ে কথা বলেন। তারপরও রয়ে সয়ে বলা কিছু কথাও কাঁচি কেটে দিতো মাঝেমধ্যে। আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করব, আগামী বছরগুলোতে এনটিভি যেমন ছিল তার থেকে আরও উন্নত হবে, নির্ভয়ে তারা কাজ করবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, এনটিভি হলো বাংলাদেশের অন্যতম প্রাচীন টেলিভিশন। টিকে থাকার জন্য ২২ বছর অনেক সংগ্রাম করতে হয়েছে। শুধু প্রতিষ্ঠান হিসেবেই অনেক যুদ্ধ করতে হয়েছে এবং এনটিভির জন্য মালিক মোহাম্মদ মোসাদ্দেক আলীকে এনটিভি টিকিয়ে রাখার জন্য ফেরারি হতে হয়েছে। কিন্তু এনটিভি তার অবস্থান সবসময় একইরকম রেখেছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা প্রায় সবাই ১২ বছর পর এখানে এসেছি। তাই ১২ বছর এখানে সবার জন্য কমন। আমাদের জাতীয় টেলিভিশন যেটা বাংলাদেশ টেলিভিশন-বিটিভি, এটার ভূমিকা দালালির। তারা মিথ্যার পক্ষে ছিল, জুলুমের পক্ষে ছিল। ঠিক সে সময় জাতীয় টেলিভিশনের ভূমিকা পালন করেছে এনটিভি। কেউ কেউ বলছেন, আমাদের আবার দুর্দিনের জন্য প্রস্তুত হতে। আওয়ামী লীগ গত ১৫ বছরে যা করেছে তার থেকে দুর্দিন আর কি হতে পারে? সুতরং এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। আমরা আওয়ামী লীগকে যেহেতু মোকাবিলা করে ফেলেছি আল্লাহ ইচ্ছায়, আল্লহর সাহায্যে, আর বড় দুর্যোগ হবে না। আর যা হবে সেটা আমরা সহজে মোকাবিলা করতে পারব। এনটিভি জাতীয় ঐক্য গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে— এমনটাই আশা করছি।

জাতীয় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আমি চাই এনটিভি আরও বড় হোক, উদার হোক, সমগ্র বাংলাদেশকে ধারণ করুক। গত ২৩ বছর ধরে অনেক কষ্ট করে, কৌশল করে, বুদ্ধি করে সাংবাদিকতার নীতিকে ধারণ করছে এনটিভি। তাই আমি এনটিভির কল্যাণ কামনা করছি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের গণমাধ্যম গণমানুষের কণ্ঠ হয়ে উঠতে পারে না। তারা বিভিন্ন দল-কেন্দ্রিক হয়ে যায়। ৫ আগস্টের পরও আমরা দেখেছি, অনেকগুলো গণমাধ্যম যাদের পূর্বের দিক ছিল গুলিস্তান বা ধানমন্ডি, এখন সেই গণমাধ্যম নয়াপল্টনের দিকে ঝুঁকে যাচ্ছে। কিন্তু এ অবস্থায় এনটিভি নিরপেক্ষ অবস্থানে রয়েছে। এই নিরপেক্ষ অবস্থানকে আমি ধন্যবাদ জানাই। সামনে তারা গণমানুষের কণ্ঠ হয়ে উঠবে— এমনটাই আশা করি।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব (ডিপিএস) আবুল কালাম আজাদ মজুমদার বলেন, শুভ জন্মদিন এনটিভি। এনটিভি আজ ২৩ বছরে পা দিয়েছে। এই ২৩ বছরের একটা বড় সময় এনটিভি প্রতিকূলতার মধ্যো কাটিয়েছে। এখন গণমাধ্যমের স্বাধীনতা এসেছে। আমি আশা করব এনটিভি এই স্বাধীনতা পূর্ণ উপভোগ করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নেতা সাইফুল আলম খান মিলন, এহসানুল হক জোবায়ের, নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সমাপনী বক্তব্যী দেন এবং সবার প্রতি ধন্য বাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে এনটিভি পরিবারের সদস্যব রোজা আলীও উপস্থিত ছিলেন।

এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমের সঞ্চালনায় বর্ণিল এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, এনটিভির অর্থ ও হিসাব বিভাগের প্রধান এমডি গোলাম রওশন ইয়াজদানী, এনটিভি অনলাইনের সম্পাদক ও প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ, কোম্পানি সেক্রেটারি অমিতাভ ভৌমিক, বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান অঞ্জন কুমার কুণ্ডু, চিফ গ্রাফিক ডিজাইনার তানভীরুল ইসলাম মিঠু।

এছাড়া উপস্থিত ছিলেন এনটিভির অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন, প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান, অনলাইনের বার্তা সম্পাদক জসীম মজুমদার, তথ্যপ্রযুক্তি বিভাগের মহাব্যবস্থাপক খন্দকার নাজমুস সাকিব ও এটিএম আহবাব নেওয়াজ, ব্রডকাস্ট বিভাগের এজিএম আব্বাস উদ্দিন শান্ত ও হরে কৃষ্ণ মজুমদার, সহকারী জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) আসাদুজ্জামান টিটু, চিফ অব করেসপনডেন্টস সফিক শাহীন, চিফ ভিডিও এডিটর মানিক ব্রহ্মসহ এনটিভির সব বিভাগের প্রতিনিধিরা।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর