রবিবার, নভেম্বর ২, ২০২৫
রবিবার, নভেম্বর ২, ২০২৫
25 C
Dhaka
Homeজেলার খবরমোটরসাইকেল রেস করতে গিয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু, আহত এক

মোটরসাইকেল রেস করতে গিয়ে এক তরুণের মর্মান্তিক মৃত্যু, আহত এক

প্রকাশ: নভেম্বর ২, ২০২৫ ৮:১০

সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রবিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার বগুড়া–নগরবাড়ি মহাসড়কের টেটিয়ার কান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম রুহান (১৭)। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসদরের বাসিন্দা। আহতবাদশা উল্লাপাড়ার গয়হাটা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটরসাইকেলে কয়েকজন তরুণ উল্লাপাড়া থেকে পাবনার দিকে অতিরিক্ত গতিতে ছুটছিলেন। একপর্যায়ে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের টেটিয়ার কান্দা এলাকায় পৌঁছে মোটরসাইকেলগুলো একে অন্যের সঙ্গে ধাক্কা খায়। এতে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি মেহগনি গাছে সজোরে আঘাত করে।

দুর্ঘটনায় রুহান ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা গুরুতর আহত বাদশাকে উদ্ধার করে শাহজাদপুরের পিপিডি হাসপাতালে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে দায়িত্বে থাকা শাহজাদপুর থানার এস.আই. এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বন্ধুদের সঙ্গে রেস করার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর