আগের বছরের ৫ নভেম্বর জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব নেন সালাউদ্দিন। এরপর নিজের প্রথম সিরিজেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং ইউনিটের দায়িত্ব পান এই অভিজ্ঞ কোচ। তবে তার অধীনে খুব
একটা ভালো সময় কাটাচ্ছিল না টাইগাররা। ব্যাটিংয়ে ক্রিকেটারদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব ছিল স্পষ্ট।
গত সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভায় আসন্ন আয়ারল্যান্ড সিরিজে নতুন ব্যাটিং কোচ হিসেবে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব দেওয়া হয়। এর পরদিনই আলোচনায় আসেন সালাউদ্দিন।
বুধবার (৫ নভেম্বর) সকালে বিসিবি কার্যালয়ে এসে কয়েক ঘণ্টা অবস্থান করার পর পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এখনো তা গ্রহণ করেনি বিসিবি।
ক্রিকেট অপারেশন্স বিভাগের একটি সূত্র জানায়, সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, বোর্ড চাইছে তাকে দলে রাখার চেষ্টা করতে।
উল্লেখ্য, সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি রয়েছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আগে ভাগেই দায়িত্ব ছাড়তে চান বলে জানা গেছে।


