শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
29 C
Dhaka
Homeখেলাটাইগারদের বোলিং তোপে মাত্র ৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

টাইগারদের বোলিং তোপে মাত্র ৯৮ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড

প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২৩ ৬:৪২

নিউজিল্যান্ডের মাটিতে এর আগে কখনোই ওয়ানডে ফরম্যাটে জেতেনি বাংলাদেশ। তবে চলমান তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে যেন এই আক্ষেপ মেটানোর লক্ষ্যেই নেমেছে শান্তর দল। যেখানে টাইগারদের বোলিং তোপে মাত্র ৯৮ রানেই গুটিয়ে গেছে কিউইরা।

নেপিয়ারের ম্যাকলিন পার্কে ৩১.৪ ওভারে অল আউট হয় নিউজিল্যান্ড।

আজ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একদম শুরু থেকেই বল হাতে আক্রমণাত্মক ছিলেন প্রত্যেকে। যেখানে শুরুতে আলো ছড়ান তানজিম হাসান সাকিব।

প্রথম স্পেলে ২ উইকেট শিকার করেন সাকিব। রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলসকে ফেরান তিনি। মাত্র ২২ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কিউইরা। তৃতীয় উইকেটে ৩৬ রানের জুটি গড়েন টম লাথাম ও উইল ইয়ং।

ধীরে ধীরে রানের গতি বাড়ানোর চেষ্টা করছিলেন এ দুই ব্যাটার। এমন সময় দ্বিতীয় স্পেলে এসে ম্যাচের দৃশ্যপট বদলে দেন শরিফুল ইসলাম। টানা ৩ ওভারে তিন উইকেট শিকার করেন তিনি। যার শুরুটা হয় ২১ রান করা লাথামকে বোল্ড করার মাধ্যমে।

শরিফুলের বলে মেহেদী মিরাজের হাতে ধরা পড়ার আগে ২৬ রান করেন উইল ইয়ং। দলের পক্ষে এটাই সর্বোচ্চ রানের ইনিংস। এরপর নিজের দ্বিতীয় স্পেলে এসে শরিফুলের সঙ্গে যোগ দেন তানজিম হাসান সাকিব।

নিউজিল্যান্ডের ইনিংসের শেষ দিকে নিজের বোলিং দক্ষতার ঝলক দেখান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সৌম্য সরকার। তিনি একে একে ৩ উইকেট শিকার করেন। কিউইদের ইনিংস গুটিয়ে দেয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মুস্তাফিজুর রহমান।

তানজিম, শরিফুল ও সৌম্য প্রত্যেকেই আজ সমান তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া এক উইকেট নেন মুস্তাফিজুর। জশ ক্লার্কসন ১৬ ও আদিত্ত অশোক ১০ রান করেন। বাকি ৭ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর