শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
19 C
Dhaka
Homeখেলাবৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলায়ও বিলম্ব

বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলায়ও বিলম্ব

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২৪ ১:০৭

রাতে কয়েক দফায় বৃষ্টি নেমেছিল। সকালের আলো ফুটতেই নতুন করে আবারও বৃষ্টি নেমেছে কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে।

দ্বিতীয় দিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু হতে বিলম্বিত হচ্ছে। প্রথম দিন শেষে বাংলাদেশ ৩ উইকেটে তোলে ১০৭ রান।

আলোকস্বল্পতা ও বৃষ্টি বাধায় কানপুর টেস্টের প্রথম দিন। মাত্র ৩৫ ওভার খেলা গড়িয়েছিল মাঠে। দ্বিতীয় দিনের শুরুটাও যেন গতকালের শেষ থেকেই হলো। খেলা শুরুর আগেই ঝিরিঝিরি বৃষ্টি নামতে শুরু করেছে। রাতভর বৃষ্টি হওয়াতে মাঠের আউটফিল্ডও ভেজা রয়েছে। প্রায় তিন বছর পর কোনো আন্তর্জাতিক ম্যাচ হওয়াতে মাঠের ড্রেনেজ ব্যবস্থাও খুব যে উন্নত বোঝার উপায় নেই।

চেন্নাইতে ৪ দিনেই টেস্ট হেরেছিলেন নাজমুল হোসেন শান্তরা। কানপুর টেস্টে নিজেদের সামর্থ্যের সবটুকু দেখাতে চেয়েছিলেন তারা। প্রথম দিনের ব্যাটিংও কিছুটা ইতিবাচক ছিল। তবে বৃষ্টি বাধায় এ টেস্টের শেষ পর্যন্ত ফল কী হতে যাচ্ছে, তা বোঝা দায়। আবহাওয়া বলছে, আগামীকালও থাকছে বৃষ্টির আভাস।

 

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর