শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
27 C
Dhaka
Homeজেলার খবরবিদেশি পিস্তল ও গুলিসহ সেনাবাহিনীর হাতে একজন আটক

বিদেশি পিস্তল ও গুলিসহ সেনাবাহিনীর হাতে একজন আটক

আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:২৬
প্রকাশ: সেপ্টেম্বর ৭, ২০২৫ ৮:২৫

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে এক ব্যক্তিকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।তার নাম মোঃ বখতিয়ার উদ্দিন মঞ্জু (৩৮)।

শনিবার (৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার লেলাং ইউনিয়নের তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ১৯৯ রাউন্ড গুলি এবং ১৩টি মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে খিরাম আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর সাইফুর রহমান তুর্জোর নেতৃত্বে একটি দল লেলাং ইউনিয়নের গোপালঘাটা ও নোয়া হাট এলাকায় অভিযান পরিচালনা করে। দলটি প্রথমে নোয়া হাট এলাকার বাসিন্দা মোঃ সেলিমের বাড়িতে তল্লাশি চালায়, তবে সেখানে কিছু পাওয়া যায়নি। এরপর দলটি গোপালঘাটা গ্রামের রমজান আলী সিকদার বাড়ির বাসিন্দা বখতিয়ার উদ্দিন মন্জুর বাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশি অভিযানে বখতিয়ারের ঘর থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পয়েন্ট টুটু রাইফেলের ১৯৯ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, দুটি বিদেশি মদের বোতল, ১৩টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, দুটি পাসপোর্ট, তিনটি চাকু এবং একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়৷ তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর