শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬
21 C
Dhaka
Homeজেলার খবরগোবিপ্রবি প্রশাসনকে মূলা উপহার দিল ইসলামী ছাত্র আন্দোলন

গোবিপ্রবি প্রশাসনকে মূলা উপহার দিল ইসলামী ছাত্র আন্দোলন

প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৬ ৫:০৩

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রশাসনের নানা ব্যর্থতা ও শিক্ষার্থীদের দেওয়া আশ্বাস বাস্তবায়নে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে ও এক অভিনব ‘মূলা ঝুলানো’ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গোবিপ্রবি শাখা।

বুধবার (২৮ জানুয়ারী) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) ড. হোসেন উদ্দিন শেখর এবং প্র-ভিসির কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা মূলা ঝুলিয়ে দিয়ে এই প্রতীকী প্রতিবাদ জানান।
সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাবিব জানান, বাজেট বরাদ্দ পাশ করানোর ব্যর্থতা, ক্যাম্পাস নিরাপত্তায় পুলিশ বক্স স্থাপনে ব্যর্থতা, শিক্ষক সংকটে নতুন শিক্ষক নিয়োগে ব্যর্থতা এবং বিচারহীনতার সংস্কৃতি ও আইডি কার্ডে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে আমরা প্রশাসনকে মূলা উপহার দিয়েছি।
এ বিষয়ে প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সোহেল হাসান বলেন, আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছি। প্রশাসন সহ শিক্ষকদের মধ্যে ফ্যাসিস্টের দোসররা থাকায় কাজে বাধাগ্রস্ত হচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর বলেন, গোপালগঞ্জ হওয়ায় ইউজিসি থেকে আমরা বাজেট বঞ্চিত হচ্ছি। বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের চক্রান্তে শিক্ষক নিয়োগ আটকিয়ে গেছে।
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ক্যাম্পাসে আলোর ব্যবস্থা ও রাস্তার ধার দিয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এছাড়া ক্যাম্পাসের সামনে একটা পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়ে সেনাবাহিনী ও এসপির সাথে আলোচনা চলছে।
তিনি জানান, শিক্ষার্থীদের নিয়ে আমরা সকল সংকট নিরসনে কাজ করবো।
আরও পড়ুন
spot_img

জনপ্রিয় খবর