বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিমানবন্দরের কনফারেন্স হলে গণশুনানিতে তিনি বলেন।
সমুদ্রের বুকে তৈরি হওয়া কক্সবাজার বিমানবন্দরের রানওয়ের কিছুই সরানো যাবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সদস্য এয়ার কমোডোর নুর ই আলম।
তিনি বলেন, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারিত রানওয়ে নিয়ে বিআইডব্লিউটিএ যে সুপারিশ করেছে, তা কখনো বাস্তবায়ন সম্ভব নয়। কারণ সবার সঙ্গে আলোচনা করেই কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে তৈরি করা হয়েছে। এটির কারণে তো নৌ চলাচলের কোনো সমস্যা হচ্ছে না।
তিনি বলেন, বেবিচক সব ধরনের কাজ সম্পন্ন করেছে কক্সবাজার বিমানবন্দরের। সরকার চাইলে যেকোনো মুহূর্তে আন্তর্জাতিক মানের ঘোষণা দিতে পারে।
গণশুনানিতে বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এবং বেবিচকের সদস্য (প্রশাসন) এস এম লাবলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুরুল হুদা, বেবিচকের পরিচালক (সম্পত্তি ব্যবস্থাপনা) ও উপসচিব সানিউল ফেরদৌস। এছাড়া অনুষ্ঠানে সাধারণ যাত্রী ও বিমান পরিবহন সংশ্লিষ্টরা অংশ নেন।


