আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান আখতার আহমেদ।
সচিব জানান, গতকাল (বুধবার) শেরপুরে একটা ঘটনা ঘটেছে। নির্বাচনি আপনার যে প্রচারণা সম্পর্কিত আচরণবিধিতে একটি বিধান রাখা হয়েছে যে, প্রার্থীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইশতেহার পাঠ করে নির্বাচনি প্রচারণা করবেন। কিন্তু সেখানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং তার ধারাবাহিকতায় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে ওখানকার ইউএনও ও ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রত্যাহার করা হল শেরপুরের ওসি ও ইউএনওকে
প্রতিবেদক :অনলাইন ডেস্ক । জনতা মেইল
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, গতকাল (বুধবার) শেরপুরে একটা ঘটনা ঘটেছে, যা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় শেরপুরের ইউএনও ও ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।


