বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মাসফিকা হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর সহকারী কমিশনার (ভূমি) মো. মুশফিকুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন।
উদ্বোধন শেষে বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছোট ও বড়দের জন্য ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়, বস্তা দৌড়, কলস মাথায় দৌড়সহ নানান প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ সৃষ্টি করে।
বিকেলে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অতিথিরা মত প্রকাশ করেন।


