আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের হলরুমে বিকাশ-প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে ৭টি পাঠাগারকে বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে ঝালকাঠি বন্ধুসভার সদস্যরা।
ঝালকাঠি পৌর শহরের কাঠপট্টি এলাকার নারায়ণচন্দ্র মিস্ত্রি গ্রন্থাগার, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়, পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ঝালকাঠি কালেক্টরেট স্কুল, ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা সরকারি গণগ্রন্থাগার ও ঝালকাঠি কবিতা চক্রের পাঠাগারগুলোকে এসব বই উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার।
তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার প্রবণতা কমে গেছে। এই প্রবণতা বাড়াতে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়াকে সহশিক্ষা হিসেবে অন্তর্ভুক্ত করা জরুরি।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলোর ঝালকাঠি জেলা প্রতিনিধি আ স ম মাহমুদুর রহমান, ঝালকাঠি প্রথম বন্ধুসভার সাধারণ সম্পাদক বিথী শর্মা বনিকসহ অনেকে। চলতি বছর সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার ও বৃদ্ধাশ্রমে ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে বিকাশ।